কৃষি খাস জমি:

দেশের সকল মেট্রোপলিটন এলাকা, পৌর এলাকা এবং উপজেলা সদর এলাকা ভূক্ত সকল প্রকার জমি ব্যতিত ইহার বাহিরে অবস্থিত কৃষি যোগ্য সকল খাসজমিকেই কৃষি খাসজমি বলে।

ভূঃমঃ/শা-৮/খাসজমি/৪৬/৮৪/২৬১, তারিখ ১৬/৪/৯৭ ভূমিহীনদের মধ্যে কৃষি খাসজমি বন্টন কার্যক্রম সম্পর্কে নীতিনির্ধারণ কার্যক্রম সম্পাদনের উদ্দেশ্যে ও তদারকির জন্য একটি জাতীয় কৃষি খাসজমি ব্যবস্থাপনা নির্বাহী কমিটি, জেলা পর্যায়ে একটি জেলা কৃষি খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটি এবং উক্ত কার্যক্রম বাস্তবায়নের জন্য উপজেলা পর্যায়ে উপজেলা কৃষি খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটি গঠন করা হয়। উক্ত তিনটি কমিটির গঠন ও কার্যপরিধি উল্লেখ করে দেয়া হয়।

নোটিশ বোর্ড






    google+     skype    rss